ক্রঃ নং | কাজ/সেবার নাম | উত্থাপন/নিষ্পত্তির সময়কাল | মন্তব্য |
১। | বীজনীতি সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সরকারকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান। | মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে দ্রুততার সাথে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন কাজ সম্পাদন। | বীজনীতি সরকার কর্তৃক প্রণয়ন করা হয়। |
২। | গবেষণা প্রতিষ্ঠান হতে সংগৃহীত Breeder Seedদ্বারা Foundation Seedউৎপাদন যা পরবর্তীতে প্রত্যায়িত/ মানঘোষিত বীজ উৎপাদনপূর্বক কৃষকদের মাঝে বিতরণ। | বীজ উৎপাদন ও বিতরণ মৌসুমে কৃষকের আবেদন/ চাহিদার প্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে সম্পাদন। |
|
৩। | উন্নত বীজ উৎপাদনে চুক্তিবদ্ধ চাষী ও বেসরকারী পর্যায়ে বীজ উৎপাদনের জন্য কৃষক পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা দানের মাধ্যমে প্রত্যায়িত/ মানঘোষিত বীজ উৎপাদন। | কৃষক পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা সেবা সারা বছর ব্যাপী প্রদান করা হয়। |
|
৪। | উৎপাদিত বীজ প্রক্রিয়াজাতকরণ পূর্বক কৃষকদের নিকট বিতরণ। | বীজ বিতরণ মৌসুমে ফসল ভিত্তিক নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন। |
|
৫। | বেসরকারি খাতে প্রত্যায়িত বীজ অব্যাহত উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণের উৎসাহ ও কারিগরি পরামর্শ সেবাসহ প্রশিক্ষণ প্রদান। | বেসরকারী পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা সেবা ‘‘আগে আসলে আগে পাবেন’’ ভিত্তিতে উৎপাদন ও বিতরণ মৌসুমে প্রদান। | বেসরকারী পর্যায়ে চাহিদা অনুসারে বাস্তবায়ন করা হয়। |
৬। | উন্নত বীজ উৎপাদন, সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ, বিপণন ও সীমিত আকারে বীজ শিল্প উন্নয়নে বেসরকারী প্রতিষ্ঠান/ ব্যক্তিকে সেবা প্রদান। | বেসরকারী প্রতিষ্ঠান/ ব্যক্তি পর্যায়ে কারিগরি পরামর্শ ও সহায়তা সেবা ‘‘আগে আসলে আগে পাবেন’’ ভিত্তিতে উৎপাদন ও বিতরণ মৌসুমে প্রদান। | পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করা হবে। |
৭। | প্রাকৃতিক ও অন্যান্য যে কোন কারনে দূর্যোগের পর দূর্গত এলাকায় সরবরাহ করার জন্য আপৎকালীন বীজ মজুদ রাখা এবং তা কৃষি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বিতরণ করা। | মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রাপ্তির সঙ্গে সঙ্গে বীজ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। |
|
৮। | কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিজ্ঞানী কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের বীজ উৎপাদনও বিতরণ কার্যক্রমকে ত্বরান্বিত করা। | মন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রাপ্তির সঙ্গে সঙ্গে বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। |
|
৯। | দানা জাতীয় শস্য, পাট ও অন্যান্য বীজ উৎপাদনে সার্বিক সেবা প্রদান এবং শংকর বীজ উৎপাদন ও বাজারজাতকরণ। | দেশের চাহিদার আলোকে ফসলের মৌসুম ভিত্তিক উৎপাদন কার্যক্রম ও সেবা প্রদান করা হয়। |
|
১০। | উদ্যান ফসলের বীজ/ চারা উৎপাদনের পাশাপাশি ব্যক্তি খাতে বাণিজ্যিক উৎপাদনের নিমিত্তে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও কারিগরি সেবা প্রদান। | বাণিজ্যিক উৎপাদনের জন্য কারিগরি পরামর্শ ও সহায়তা সেবা ‘‘আগে আসলে আগে পাবেন’’ ভিত্তিতে সেবা প্রদান। |
|
১১। | সবজি, চারা, কলম এবং উদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারণ। | সারা বছরব্যাপী সবজি ও উদ্যান ফসলের উন্নয়ন ও বাজার সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত থাকে। |
|
১২। | আলুর ক্ষেত্রে টিস্যু কালচারের মাধ্যমে খামারে উন্নত ব্রীডার ও ভিত্তি শ্রেণীর বীজ উৎপাদন এবং তা থেকে পরবর্তীতে চুক্তিবদ্ধ চাষীর মাধ্যমে প্রত্যায়িত / মানঘোষিত বীজ উৎপাদন, নিজস্ব হিমাগারের সংরক্ষণ ও কৃষক পর্যায়ে সরবরাহ প্রদানের মাধ্যমে সেবা প্রাদন। | চাহিদার ভিত্তিতে কৃষক পর্যায়ে টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত প্লান্টলেট ও মিনি টিউবার ‘‘আগে আসলে আগে পাবেন’’ ভিত্তিতে সরবরাহ ও কারিগরি সেবা প্রদান করা হয়। |